দর পতনের শীর্ষে ফ্যামিলি টেক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২১ ১৫:৪৭:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬ বারে ৪ লাখ ৯ হাজার ৯৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৯ বারে ৮৭ হাজার ১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বে-লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮ বারে ১ লাখ ৬২ হাজার ১৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৯ শতাংশ, বিআইএফসির ৫.৫৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, আজিজ পাইপসের ৫.৪২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.৪৪ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৪.৩৫  শেয়ার দর কমেছে।

 

এসকেএস