দর বৃদ্ধির শীর্ষে মুন্নু এগ্রো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২২ ১৭:১১:২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৮১ বারে ১ লাখ ৩১ হাজার ১২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১৯৪ বারে ৭০ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। ফান্ডটির ৭ বারে ২ হাজার ৭৫৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.৪৭ শতাংশ, সায়হাম কটনের ৫.২৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.২৫ শতাংশ, খান ব্রাদার্সের ৪.৯৯ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ ও মনোস্পুলের ৪.৯৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












