দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২২ ১৭:২১:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫৪ বারে ৫৯ হাজার ৬৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নুরানি ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২ বারে ১৮ হাজার ১৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯ বারে ৬ হাজার ৭৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আল-আরাফাহ ব্যাংকের ৩.২৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.১৯ শতাংশ, ইবিএল ফার্স্ট ফান্ডের ২.৯৪ শতাংশ, জুট স্পিনার্সের ২.৯০ শতাংশ, আইসিবি এমপ্লয়ী ফার্স্ট ফান্ডের ২.৭৮ শতাংশ, জিলবাংলা সুগারের ২.৬৯ শতাংশ ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২.৪৭ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











