কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-২২ ১৯:৪৩:০৬


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছ থেকে সালাহউদ্দিনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন তার প্রেস সচিব মো. ছাফওয়ানুল করিম।

ছাফওয়ানুল করিম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসহ রাজনৈতিক ব্যস্ততার কারণে সালাহউদ্দিন আহমেদ স্বশরীরে উপস্থিত হতে না পারায় তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গত ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়ায় অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নেন কক্সবাজার-২ আসন থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এছাড়াও তিনি অষ্টম জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট সরকার গঠন করলে ২০০১ সালের ১০ অক্টোবর যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হয়ে ২০০৬ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন।

বিএইচ