

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রমের কর্মপুঞ্জি আগামী দুই দিনের মধ্যে জেলা তথ্য অফিসারদের প্রণয়নের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২২ ডিসেম্বর) আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য জেলা তথ্য অফিসারদের নিয়ে জুম প্ল্যাটফর্মে আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
রিজওয়ানা হাসান বলেন, এ কর্মপুঞ্জির সাথে সমন্বয় করে নির্বাচন সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করবে। এতে সরকারি অর্থের সাশ্রয়ের পাশাপাশি সমন্বিত উদ্যোগে কার্যকর ও ফলপ্রসূ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী এবং সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ মফিদুল রহমান সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রচার কাজে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রশংসা করে বলেন, বর্তমানে যে গতিতে মাঠ পর্যায়ে নির্বাচনি প্রচার কাজ চলছে, তা ধরে রেখে আরও বেগবান করতে হবে । গণভোটের ডেমো নিয়ে একটি লিফলেট প্রায় চূড়ান্ত হয়েছে। এটি অনুসরণ করলে প্রচার কার্যক্রম আরো সমৃদ্ধ হবে।
এ সময় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ভোটের গাড়ি’কার্যক্রমের সাথে জেলা তথ্য অফিস এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাচন সংক্রান্ত প্রচারণার সাথে স্থানীয় সরকার বিভাগের দপ্তরসমূহ যুক্ত হতে পারে। সকলে সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনি প্রচারে আরও ভালো ফল পাওয়া যাবে।
অনুষ্ঠান সঞ্চালনকালে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য মন্ত্রণালয় গৃহীত প্রচার কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, ৬৪ জেলা এবং চারটি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর নিবিড়ভাবে প্রচার কাজ পরিচালনা করছে। নির্বাচনি প্রচারে গণভোটকে প্রাধান্য দেয়া হচ্ছে। যারা প্রথম ভোট দেবে, তরুণ প্রজন্মের ভোটার, নারী ভোটার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের জন্য গণভোট ও নির্বাচনে ভোটদানে উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক জনপ্রিয় সংগীত তৈরি ও প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।
মাহবুবা ফারজানা বলেন, ভোটালাপ এবং টেনমিনিট ব্রিফ কর্মসূচির আওতায় জনগণকে গণভোট নিয়ে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন দেখানো হবে।
প্রচার সংক্রান্ত অনলাইনে অনুষ্ঠিত আজকের এই মত বিনিময় সভায় ৬৮ জেলা তথ্য অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন। তা ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোহাম্মদ আলতাফ- উল- আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক কারিগরি মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রশাসন সৈয়দ এ মু’মেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রচার ডালিয়া ইয়াসমিন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াসমিন সংযুক্ত ছিলেন।
বিএইচ