
পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদপুরে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৮ জনকে গ্রেফতার করেছে।
সোমবার সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চতুল গ্রামের বাসিন্দা ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে রবিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। তিনি ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ২০২১ সালের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে জিততে পারেননি।
তাকে গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি জানান, এতদিন তার স্বামীর নামে কোনও মামলার কথা তিনি শোনেননি। রবিবার রাতে হঠাৎ তাকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। আজ জানতে পেরেছেন, তার স্বামী লিটন মৃধাকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম জানান, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এটা ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ অভিযানেরই অংশ।
এনজে