বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে তার চর্চার শেষ নেই। পাওয়ার যোগ থেকে অ্যান্টি গ্র্যাভিটেশনাল যোগাসন সব কিছুতেই সিদ্ধহস্ত তিনি। এবার মেয়েদের আত্মরক্ষার জন্য স্কুল খুলতে যাচ্ছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নারীদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছেন বিপাশা। আগামী বছরের মধ্যে চালু হবে সেলফ ডিফেন্স স্কুলগুলো। মুম্বাই থেকে এই স্কুলের যাত্রা শুরু হবে। পরে দিল্লি ও কলকাতাতেও প্রতিষ্ঠিত হবে এই স্কুলের শাখা। ১৩-৩০ বছর বয়সি মেয়েদের এই স্কুলে প্রশিক্ষণ দেয়া হবে।
কিক বক্সিং, ক্রাভ মাগাসহ বিভিন্ন আত্মরক্ষার বিষয় শেখানো হবে স্কুলটিতে। এক সপ্তাহের ক্র্যাশ কোর্স থেকে দীর্ঘ মেয়াদী কোর্সের ব্যবস্থা থাকবে বলেও প্রতিবেদনে জানানো হয়।
সমাজের বিভিন্ন স্তরের মেয়েরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, সেই মাত্রা দিন দিন বেড়েই চলেছে। নিজেদের বাঁচানোর জন্য বিভিন্ন আত্মরক্ষামূলক পন্থা জানা জরুরি। আর এজন্য বিপাশা বসু এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।