দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২৩ ১৫:২৭:২৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯৪ বারে ১ লাখ ৩৫ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা গ্রীন ডেল্টা ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। ফান্ডটি ৮৮ বারে ৩ লাখ ৫৯ হাজার ৪২১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রিল্যায়েন্স ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। ফান্ডটি ১ হাজার ২২ বারে ১৯  লাখ ৪ হাজার ৫৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.০৯ শতাংশ, শাহিজিবাজার পাওয়ারের ৫.০১ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪.১০ শতাংশ, বিএসসির ৩.১৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৩.১৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবের ৩.১১ শতাংশ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ২.১৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস