দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২৩ ১৫:৩৫:৪২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫ বারে ৫ লাখ ৫ হাজার ১৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১২ বারে ১২ লাখ ৪১ হাজার ২২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২২ বারে ৫ লাখ ৭৭ হাজার ৫৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–প্রাইম ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.০০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৭ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৬.৬৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৫.৪৩ শতাংশ ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৩ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস