একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীদের অবস্থান কর্মসূচি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-২৩ ১৬:৫৬:১৪

আমানতের টাকা দ্রুত ফেরতসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শুরু হয় এ কর্মসূচি।
আমানতকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক একাধিকবার অর্থ ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
তারা জানান, আমানত সুরক্ষা আইনের আওতায় প্রত্যেক আমানতকারীর দুই লাখ টাকা দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি সম্পূর্ণ আমানত ফেরতের একটি সুস্পষ্ট লিখিত রোডম্যাপ প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের দাবি জানান তারা।
এসময় আমানতকারীদের পক্ষ থেকে বলা হয়, আমাদের জীবনের সঞ্চয় আজ অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। আজ আমরা এখানে এসেছি আমাদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা, ব্যাংকিং খাতের ভবিষ্যৎ এবং দেশের অর্থনৈতিক, স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ জানাতে।
ভুক্তভোগী আমানতকারীরা জানান, প্রথমে একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা সাধারণ মানুষ। আমাদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও অসুস্থ রোগী। ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী, গৃহিণী, মেধাবী ছাত্র-ছাত্রী রেমিটেন্স যোদ্ধারা তাদের পরিবারের চিকিৎসা ব্যয়ের জন্য টাকা জমিয়ে রেখেছে। বাবা-মা তার সন্তানের পড়াশোনার জন্য সঞ্চয় করা অর্থ, বিধবা স্ত্রী যার দৈনিক খরচের একমাত্র অবলম্বন মৃত স্বামীর ব্যাংকে জমাকৃত সঞ্চয়, সেই রেমিটেন্স যোদ্ধা যে পরিবার থেকে বছরের পর বছর দূরে রয়েছে তাদের জীবনের সঞ্চয় আজ অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
এসময় তারা ব্যাংকগুলোর একটি চিত্র তুলে ধরেন। তারা বলেন, আমরা একটি তথ্যচিত্র তুলে ধরেছি যা বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে তৈরি। এই চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউনিয়ন ব্যাংক প্রায় ৯৬ শতাংশ। আর সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রায় ৯৬ শতাংশ। গ্লোবাল ইসলামী ব্যাংক প্রায় ৯৬ শতাংশ। এসআইবিএল প্রায় ৭০ শতাংশ। এক্সিম ব্যাংকের প্রায় ৫৬ শতাংশ। এর অর্থ কি? কিছু ব্যাংকের ১০০ টাকার মধ্যে ৯৫ বা ৯৯ টাকা ঋণ ফেরত আসছে না।
এই ঝুঁকির দায় কে নেবে প্রশ্ন রেখে তারা জানান, আমরা একসাথে সব আমানত ফেরত চাই না। আমরা বাস্তবতা বুঝি। আমরা জানি ব্যাংক রেজুলেশনে সময় সাপেক্ষে সিস্টেমেটিক ঝুঁকি বিবেচনায় রাখতে হয়। কিন্তু আমরা জানতে জানাতে চাই সময় কত লাগবে। কিভাবে টাকা ফেরত হবে? কতদিন পর পাস হবে? সম্পূর্ণ টাকার নিশ্চয়তা কিভাবে পাবো? কোন কর্তৃপক্ষ দায় নেবে? নিরবতা কোন সমাধান নয়। স্পষ্ট রোডম্যাপ দিতে হবে।
এসময় ভুক্তভোগী আমানতকারীদের পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হয় সেগুলো হলো-নির্দিষ্ট তারিখের মধ্যে ইন্সুরেন্স আমানত সুরক্ষার ২ লাখ টাকা অবিলম্বে ফেরত দেয়া শুরু করতে হবে। পাঁচ ইসলামী ব্যাংকের চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাব, এফডিআর, ডিপিএস সহ সকল হিসাবে মুদারাবা সহ আমানত ফেরতের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংকের এনপিএসবি, এটিএম সহ সকল অনলাইন সেবাসমূহ চালু করে দ্রুত লেনদেন স্বাভাবিক করতে হবে। এছাড়াও স্বচ্ছতা জবাবদিহিতা ও আস্থা আমানতকারীদের জন্য নির্দিষ্ট যোগাযোগ ও অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ এবং প্রবীণ বিধবা অসুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বিশেষ অগ্রাধিকারের দাবি জানান আমানতকারীরা।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













