ওজন বেড়েছে মাশরাফির, “সুস্থ” তাসকিন

প্রকাশ: ২০১৫-১০-২৭ ১০:৪৪:০৩


Bangladesh’s Taskin Ahmed, right, celebrates with his teammate Mashrafe Mortaza after taking the wicket of India's Ajinkya Rahane during their Cricket World Cup quarterfinal match in Melbourne, Australia, Thursday, March 19, 2015. (AP Photo/Andy Brownbill)

বাংলাদেশ জাতীয় দলের পেসারদের ওপর থেকে ‘শনির দশা’ ধীরে ধীরে কেটে যাচ্ছে। পরপর বেশ কয়েকজন পেসার অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় পড়েছিলেন নির্বাচকরা। মাশরাফি ডেঙ্গুর হাত থেকে নিস্তার পেয়ে গতকালই অনুশীলনে ফিরেছেন। কিছুটা ওজন বেড়ে গেছে। দুর্বলতা শতভাগ কাটেনি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন বলে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। তাসকিন ‘৯০ শতাংশ সুস্থ’। গতকাল স্বাভাবিকভাবে নেটে দশ ওভার বল করেছেন।

এই মাসের প্রথম দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মাশরাফি। ১৬ অক্টোবর হাসপাতাল থেকে বাসায় ফেরেন। অন্যদিকে ‘এ’ দলের হয়ে ভারত সফর করার সময় ইনজুরিতে পড়ে দেশে ফেরেন তাসকিন। জিম্বাবুয়ে সিরিজ তো বটেই, তার বিপিএল খেলা নিয়েও শঙ্কা ছিল। তবে আশার কথা হল, প্রত্যাশার চেয়ে বেশ দ্রুত গতিতে সেরে উঠছেন প্রতিশ্রুতিশীল এই পেসার। জিম্বাবুয়ে সিরিজের জন্য আজ দল ঘোষণা করা হতে পারে। সেখানে তাসকিনের নাম থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না।

গতকাল মাশরাফি অনুশীলনে ফিরে মিনিট বিশেকের মতো সাইক্লিং সেশনে ছিলেন। দুর্বলতা একটু থাকলেও পরবর্তী সাতদিনে তিনি শতভাগ ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

বায়েজিদুল বলছেন, রুবেল হোসেনের ফেরার সম্ভাবনা না থাকলেও তাসকিনকে জিম্বাবুয়ে সিরিজে দেখা যেতে পারে। আরেক পেসার শফিউল ইসলামও ফিট আছেন।

সূত্র বলছে, নির্বাচকরা ইতিমধ্যে দল নির্বাচন করে ফেলেছেন। রাতে সিদ্ধান্ত হওয়ার কথা এই দলটি প্রথম ওয়ানডের জন্য নাকি দুটি ওয়ানডের জন্য ঘোষণা করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নামবে সাত নভেম্বর। সবকটি ম্যাচ মিরপুরে হবে।

আরেকটি সূত্রে জানা গেছে, তাসকিনের খেলা না খেলা একটি ‘যদি’র ওপর নির্ভর করছে। ৫ নভেম্বর ফতুল্লায় ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বিসিবি একাদশ। ওই দলে থাকবেন তাসকিন। সেখানে কোনো ঝামেলা না হলে দ্বিতীয় ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা প্রবল।

নির্বাচকরা অনাহূত বিপদের কথা চিন্তা করে ব্যাকআপ পেসার আল-আমিন হোসেন এবং কামরুল ইসলাম রাব্বিকে বিবেচনায় নিতে পারেন। দুইজনের মধ্যে আল-আমিনকে মূল একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এক বিসিবি কর্তা।

সানবিডি/ঢাকা/রাআ