নড়াইলে যুবলীগ নেতা উজ্জ্বল আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-২৪ ১০:৩৬:২০


নড়াইল জেলার ভদ্রবিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ ব্যক্তি নাসির উদ্দিন উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৭ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম তাকে ইউনিয়নের দিঘলিয়া বাজার থেকে আটক করে থানায় নিয়ে যায়।

একাধিক প্রত্যক্ষদর্শী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, নাসির উদ্দিন উজ্জ্বল নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এনজে