দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২৪ ১৫:২৪:৪০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩১ বারে ১১ লাখ ৪৬ হাজার ৯০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৭ বারে ২০ লাখ ১ হাজার ৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৫ বারে ৯ লাখ ২১ হাজার ৫৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-রিলায়েন্স ওয়ানের ৭.৫৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৬৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, বিআইএফসির ৫.৫৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৪১ শতাংশ এবং এপোলো ইস্পাতের ৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস