

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড-এর ১৮তম বার্ষিক সাধারণ সভা (হাইব্রিড সিস্টেম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আজাদি, মীরবক্সটুলা, সিলেট এ অবস্থিত হোটেল রয়েল মার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন।
স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বারাকা পাওয়ার লিমিটেড এর সকল শেয়ারহোল্ডারকে বারাকা পাওয়ার এর সাথে দীর্ঘপথ পাশে থাকার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পোষণ করেন। তিনি বারাকা পাওয়ার লিমিটেড এর নবায়নের ব্যাপারে আশাবাদ পোষণ করেন এবং সকল শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষায় অঙ্গিকার ব্যক্ত করেন।
বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন, ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির সম্মিলিত মুনাফা অর্জন করেছে ৮.৪৬ কোটি টাকা এবং সম্মিলিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৩৬ টাকা। এছাড়া তিনি এবছর বারাকা পাওয়ার লিমিটেড এর শূন্য ডিভিডেন্ড ঘোষণার পেছনে যৌক্তিকতা ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
১৮তম বার্ষিক সাধারণ সভায় শূন্য লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়।
এএ