
রাজশাহীতে বেড়েছে ঘন কুয়াশা। এমন পরিস্থিতিতে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সূর্যের দেখা না মেলায় হিমেল বাতাসে কাবু এই জনপদের জীবনযাত্রা।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে।
এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ বলেন, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ২ ডিগ্রি। এ ছাড়া বাতাসের আর্দ্রতা শতভাগ রয়েছে।
এনজে