রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-২৫ ১০:৩৫:৫৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সরকার নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান বিমানবন্দর, ৩০০ ফিট এবং গুলশানসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












