মেঘনায় বাল্কহেডের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-২৬ ১৪:১৮:২১

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে বাল্কহেডের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইমাম হাসান-৫’বিকল হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহতয় হয়নি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত পৌঁনে ১২টার দিকে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় এই তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ আলী।
তিনি বলেন, ইমাম হাসান লঞ্চটি ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে চাঁদপুরের ফেরার পথে ঘটনাস্থলে আসলে ঘন কুয়াশার কারণে থামিয়ে রাখা একটি বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে করে বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হয়। লঞ্চটি বড় ধরণের ক্ষতিগ্রস্ত না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। লঞ্চে যাত্রী ছিলো প্রায় সাড়ে ৪শ’। খবর পেয়ে নৌ পুলিশ লঞ্চ থেকে আটকে পড়া যাত্রীদের ট্রলার ও স্পীড বোড দিয়ে উদ্ধার করে পাড়ে উঠিয়ে দেয়।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত লঞ্চটি ঘটনাস্থলে রয়েছে। নৌ পুলিশ ও লঞ্চের লোকজন পাহারা দিয়ে রেখেছে। লঞ্চটি ঠিক হলে চাঁদপুর ঘাটে নিয়ে যাওয়া হবে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













