সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২৭ ১১:২৯:৩৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ। ইউনিটটির সমাপনী মূল্য ছিল ৬,৮০০.০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২৯.৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানেরহিমা ফুডের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬০.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–আরএসআরএম স্টিলের ১৪.৫৫ শতাংশ, অ্যাপেক্স ফুডের ১৩.২৯ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১২.১২শতাংশ, বে-লিজিংয়ের ১০.৩৪ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ১০.৩১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৩৮ শতাংশ ও জেনারেশন নেক্সটের ৯.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











