আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২৮ ১৪:১৬:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত সরামিক খাতের আরএকে সিরামিকস লিমিটেড কারখানার উৎপাদন লাইন-৩ আবারও চালু করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির কারখানার মেইনটেইন করার জন্য ৮ অক্টোবর হতে এটি বন্ধ রাখা হয়।

কারখানার উৎপাদন লাইন-৩ বন্ধ থাকলেও উৎপাদন লাইন-১, উৎপাদন লাইন-২ ও উৎপাদন লাইন-৪ যথাযথ নিয়মে চালু ছিল।

 

এসকেএস