দর পতনের শীর্ষে যমুনা অয়েল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২৮ ১৫:৪৫:৪৭

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে যমুনা অয়েল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৮২ বারে ৩ লাখ ৭৬ হাজার ১০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। ফান্ডটি ৬৬ বারে ৪ লাখ ৪৮ হাজার ৬০৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৮৪ বারে ২ লাখ ১৯ হাজার ৯৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–জিলবাংলা সুগারের ৬.০২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৯৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৫.২৬ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৪.৭৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৪.৫৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট ফান্ডের ৪.০০ শতাংশ ও মেঘনা সিমেন্টের ৩.৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












