দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২৮ ১৬:০৬:৪৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭১ বারে ৮ লাখ ১৮ হাজার ৩৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ। ফান্ডটি ১১৩ বারে ৩ লাখ ৩৩ হাজার ১৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এরামিট লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৫৭৪ বারে ৩২ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সায়হাম টেক্সটাইলের ৪.২৪ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৩৩ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইলের ৩.১২ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ানের ২.৯৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











