বিএসইসির সাথে ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদের বৈঠক
আপডেট: ২০২৫-১২-২৮ ১৮:৫৯:২৭

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসি সূত্রে জানা যায়, বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রথমে সকাল সাড়ে ১০ টায় সিএসইর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, পরিচালক ড. মাহমুদ হাসান অংশগ্রহণ করেন।

পরে বেলা সাড়ে ১১ টায় ডিএসইর পরিচালনা পর্ষদের সাথে বৈঠকে বসে বিএসইসি। এতে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া, পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির, পরিচালক রিচার্ড ডি রোজারিও, পরিচালক মিনহাজ মান্নান ইমন, পরিচালক মো. হানিফ ভূইয়া ও পরিচালক মো. সাজেদুল ইসলাম অংশগ্রহণ করেন।
উভয় বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, মোঃ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













