
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৯১ বারে ৬ লাখ ৮৯ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৪৫ বারে ৫২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ২৫ বারে ১৩ হাজার ২৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সোনালী পেপার ৪.৬৫ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৪.৪৮ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৪.০০ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৪.০০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ২.৬১ শতাংশ এবং সিটি ইন্স্যুরেন্সের ২.৪৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস