

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আসন সমঝোতা হয়েছে। সমঝোতার কারণে জামায়াতের সঙ্গে যুক্ত হওয়া এই ১০টি দলের প্রার্থীদের শতাধিক আসন ছেড়ে দিতে হচ্ছে দলটিকে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) এনসিপি, এলডিপি ও এবি পার্টি এ বলয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর থেকে জামায়াতের বিভিন্ন আসনের প্রার্থীরা ‘বৃহৎ স্বার্থ ও দলের সিদ্ধান্ত’ অনুযায়ী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করছেন। তাদের মধ্যে কেউ কেউ বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
এ পর্যন্ত নির্বাচনী মিত্রের একাধিক প্রার্থীর জন্য জামায়াতের হেভিওয়েট কয়েকজন প্রার্থীর আসন ছাড়ার বিষয় প্রকাশ্যে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সর্বপ্রথম রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-১১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে শুভ কামনা জানিয়ে এবং নিজ প্রার্থিতা প্রত্যাহার করে ফেসবুকে পোস্ট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান।
এদিন রাতেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন সমঝোতায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর আসন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। এ বিষয়ে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূরণ হয়তো করতে পারব না। তবে দেবীদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজকে কৃতজ্ঞ মনে করব।
এদিকে আজ সোমবার ফেনী-২ সদর আসন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দিয়েছেন জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া।
একই দিনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন প্রার্থী হওয়ায় তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।
এ ছাড়া এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোবারক হোসাইন।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার। আস সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আজ বিকেলে ঢাকা- ৮ আসনে এনসিপির নাসিরুদ্দীন পাটোয়ারিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরীরর নেতা ড. হেলাল উদ্দিন।
নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঢাকা- ৮ আসনে জনাব নাসিরুদ্দীন পাটোয়ারির জন্য মন থেকে শুভকামনা রইলো। ঢাকা-৮ আসনটি গুরুত্বপূর্ণ, কারণ এই আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন শহীদ ওসমান বিন হাদি। আমি নিজে একজন জুলাই যোদ্ধা, সেই অবস্থান থেকে শহীদ হাদির মতই জুলাইয়ের আরেকজন সম্মুখ সারির যোদ্ধা নাসিরুদ্দীন পাটোয়ারিকে এই আসন দেওয়ায় তাকে স্বাগত জানাই। আমি তার সাফল্য ও মঙ্গল কামনা করছি এবং দোয়া করছি।
এএ