রোববার, ৫ জানুয়ারী ২০২৫
বেলি ড্যান্সের ভিডিওতে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক
প্রকাশিত - এপ্রিল ৯, ২০১৭ ১২:২৮ পিএম
আজকাল বেশিরভাগ মানুষই নিজের নানামুখী প্রতিভার বিষয়টি বন্ধুদের জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারস্থ হন। বন্ধুর গুণের কথা জানতে পেরে অনেক ক্ষেত্রেই অনলাইন দুনিয়ার বন্ধুরা লাইক কমেন্টস দিয়ে উত্সাহ জোগায়।
নাচের ভিডিও দেখুন
তবে মাঝে মধ্যে এই অতিউত্সাহী কার্যকলাপের কারণে চরম মূল্যও দিতে হয়। এই যেমন মিশরের বিশ্ববিদ্যালয় শিক্ষক মোনা প্রিন্সের কথাই ধরুন না। নিজের বেলি ড্যান্সের একটি ভিডিও শেয়ার করেছিলেন ফেসবুকে।
সুয়েজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোনার এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে কর্তৃপক্ষ। সমালোচকরা বলছেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত।
আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তা করছে তাকে চাকরি থেকে বহিষ্কার করার। অবশ্য সমালোচনার জবাবে মোনা লিখেছেন, আমি কখনোই হাসি, গান, নাচ আর আমার লেখালেখি থামাবো না। বিবিসি।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.