সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-৩০ ১১:১৫:৪১

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০ টির, দর কমেছে ৮৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৯৮ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬০৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬ টির, দর কমেছে ১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১ লাখ টাকা।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











