খালেদা জিয়ার মৃত্যুতে ডিবিএর গভীর শোক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-৩০ ১৪:৩৯:০৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তার প্রয়াণে দেশের রাজনৈতিক ইতিহাসে একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও জাতীয় অভিভাবককে হারানো হলো, যা এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম এই শোক প্রসঙ্গে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।”
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













