সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-০১ ১১:১২:৫৫

বছরের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬৭পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩১ টির, দর কমেছে ১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৪২ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৩৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, দর কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭ লাখ টাকা।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











