
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৩ বারে ২ লাখ ৪৮ হাজার ২৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৫৩৯ বারে ৫ লাখ ৮৪ হাজার ৬৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইবিএল ফার্স্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ। ফান্ডটি ৩২ বারে ১ লাখ ১৯ হাজার ১৯২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সায়হাম টেক্সটাইলের ৬.৪৩ শতাংশ, মনোস্পুলের ৫.৮১ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৩৩ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট ফান্ডের ৫.২৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনসের ৪.৫১ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪.০০ শতাংশ ও উত্তরা ব্যাংকের ৩.৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস