মাশরাফিকে টি-২০ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে পুনরায় ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
রোববার বেলা সোয়া ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নড়াইল জেলা শিক্ষা উন্নয়ন সমিতির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোসাদ্দিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের যখনই ভাল কিছু করেছে তা সম্ভব হয়েছে মাশরাফির নেতৃত্বে। ভাল কিছু করার নেতৃত্ব রয়েছে তার মধ্যেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফিকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলকে সফলতার দারপ্রান্তে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে মাশরাফির বিকল্প কিছু নেই।’
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অপূর্ব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।#