দ্যা স্কলার ফাউন্ডেশনের বৃত্তি পেল হুমাইমা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০১-০১ ১৯:৫৩:১২


বেসরকারি বৃত্তি প্রকল্প দ্যা স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি পেয়েছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ বাসাবো শাখার চতুর্থ শ্রেণির ছাত্রী হুমাইমা নাওয়ার নাওরা।

দ্যা স্কলারস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘বৃত্তি প্রকল্প ২০২৫’ এর মেধাতালিকায় সে জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে।

গত ৭ নভেম্বর রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হুমাইমা নাওয়ার নাওরা প্রতিটি শ্রেণিতে প্রথম স্থানসহ কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। সে বিশিষ্ট স্কলার, গবেষক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ নুরউদ্দিন কাওছার ও উম্মে হাবিবা দম্পত্তির দ্বিতীয় কন্যা। সে সবার দোয়া প্রার্থী।

এএ