
কুয়াশা ও হিমেল হাওয়ায় কাঁপছে যশোর। বিপর্যস্ত এই জনপদের জীবনযাত্রা । আজ শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবারও এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে ঠাণ্ডার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে ভোগান্তি বেড়েছে। এ ছাড়া শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি।
যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই যশোরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। বর্তমানে তা রূপ নিয়েছে মাঝারি শৈত্যপ্রবাহে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। গত শনিবার যশোরে তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল সেদিন দেশের সর্বনিম্ন।
এনজে