গাজায় ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-০৩ ০৮:৫৪:০৫


দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত গাজার অংশে প্রবেশ করায় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করায় তাকে গুলি করে হত্যা করেছে।

এই ‘ইয়েলো লাইন’ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকার ৫০ শতাংশেরও বেশি এলাকা চিহ্নিত করে।

এ বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই ‘সন্ত্রাসী সেনাদের দিকে এগিয়ে এসেছিল এবং তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল।

এর আগে ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে নিহত হওয়া শিশুদেরসহ সব ফিলিস্তিনির ক্ষেত্রেই তারা একই ধরনের দাবি করে এসেছে।

‘ইয়েলো লাইন’টি মাঠপর্যায়ে স্পষ্টভাবে চিহ্নিত নয়, ফলে ঘরবাড়িতে ফিরে আসতে চাওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এটি কোথায় রয়েছে তা বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সূত্র : মিডল ইস্ট আই।

এনজে