
মাগুরার জেলার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টিটো মন্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত টিটো মন্ডল গজদূর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
শালিখা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১০টার দিকে পাশ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়ে ঘরে মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনে বাধা দেয়। এ সময় মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ফলে টিটো মন্ডল ঘটনাস্থলে নিহত হয়। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এনজে