
ঘন কুয়াশায় রাজধানী ঢাকায় আজ তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতেও ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর। শনিবার সকাল ৯টা ১৩ বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, বিশ্বের ১২৭টি দেশের মধ্যে ২৯৬ স্কোরে বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে আফগানিস্তানের কাবুল। তালিকায় ২৮০ স্কোরে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৫৫ স্কোরে ভারতের কলকাতা তৃতীয় ও ২০২ স্কোরে দেশটির দিল্লি শহর চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এসব শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এ ছাড়া ১৬৭ স্কোরে চীনের হ্যাংজু শহর পঞ্চম অবস্থানে উঠে এসেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে