সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-০৩ ১১:০৬:০১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৬৪ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের ১০ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রহিমা ফুডের  ৯ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা, সোনালী পেপরের ৯ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা, সিমটেক্স ৯ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি ৮ কোটি ৬৩ লাখ টাকা, সায়হাম কটন ৮ কোটি ৩১ লাখ টাকা, স্কয়ার ফার্মা ৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা এবং ফাইন ফুডস ৭ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে।

 

এসকেএস