সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি ওয়েল্ডিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-০৩ ১১:১৬:৫২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৮ দশমিক ৩৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৯.০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.৯০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯.৯০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– অ্যাপেক্স স্পিনিংয়ের ১৬.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১৪.২৯ শতাংশ, জেনারেশন নেক্সটের ১২.৫০ শতাংশ, পেনিনসুলার ১১.২৪ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ১০.৯১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১০.৩০ শতাংশ ও বিডি ফাইন্যান্সের ১০.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস