
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৬১ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬৮.২০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩৭.৬০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৮৮ শতাংশ এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৮২ শতাংশ দর কমেছে।
এসকেএস