সিলেটে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-০৩ ২১:২৩:২৫

দেশের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট বিভাগীয় আঞ্চলিক পর্ব।
শনিবার (৩ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন ।
দিনব্যাপী এই আয়োজনে তিনটি পৃথক ক্যাটাগরিতে – জুনিয়র (৬ষ্ঠ – ৯ম শ্রেণি), ইন্টারমিডিয়েট (দশম-দ্বাদশ শ্রেণি) এবং এডভান্স (বিশ্ববিদ্যালয় পর্যায়) – লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অর্থনীতির মৌলিক ধারণা, সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থায়ন এবং বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড এর কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মো: আল আমিন পারভেজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড এর প্রেসিডেন্ট ড্যানিল ফেদোরোভিখ, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান, ট্রেজারার ড. মো: ইসমাইল হোসাইন, পূবালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় জেনারেল ম্যানেজার, চৌধুরী মোঃ শফিউল হাসান, এবং বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড এর ব্রান্ড অ্যাম্বাসেডর, মানসুরুল হক প্রমুখ।
আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডের সভাপতি ড্যানিল ফেদোরোভিখ জানান, “বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও অর্থনীতির প্রতি আগ্রহ দেখে আমি সত্যিই অভিভূত। সিলেটে আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করতে প্রস্তুত। আমি আশা করি, এখান থেকেই আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য সেরা প্রতিনিধিরা উঠে আসবে।”
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের সভাপতি মো: আল-আমিন পারভেজ বলেন, আজ সিলেট থেকে যখন আমরা আমাদের অষ্টম বছরের যাত্রা শুরু করছি, আমি প্রতিটি অংশগ্রহণকারীকে অনুরোধ করবো—এই অলিম্পিয়াডকে শুধু একটি প্রতিযোগিতা হিসেবে নয়, বরং শেখা, চিন্তা করা এবং ভবিষ্যতের নীতিনির্ধারক হিসেবে নিজেকে প্রস্তুত করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করতে।”
এছাড়াও ব্র্যাক ব্যাংক পিএলসি এর চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান বাংলাদেশে ফিউচার্স অফ রিটেইল ব্যাংকিং নিয়ে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের এম্বাসেডর মানসুরুল হক শিক্ষার্থীদের সাথে একটি প্রশ্ন-উত্তর পর্ব পরিচালনা করেন। সেখানে শিক্ষার্থীরা সরাসরি অলিম্পিয়াডে আগত অতিথিদের কাছ থেকে অর্থনীতি বিষয়ক তাদের কৌতুহল মিটানোর মাধ্যমে অর্থনীতি সম্পর্কে জ্ঞানার্জন করে।
পরিক্ষামূলক বাছাই পর্ব শেষে জুনিয়র, ইন্টারমিডিয়েট ও এডভান্স ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ণতা দেব, ২য় স্থান অধিকার করেছে সাইফান আহমেদ চৌধুরী এবং ৩য় হয়েছেন মো: মোর্শেদুল আরেফিন আকিফ।
এছাড়া ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- প্রজ্ঞা পারোমিতা সেন, পূজা রানী দাস এবং রায়াত রইস কবির৷ সবশেষে এডভান্স বা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন মারুফ আহসান তাহসিন, নিউটন সূত্র ধর, শাওন দেবনাথ।
আয়োজনের তাৎপর্য
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬ দেশব্যাপী বিভিন্ন বিভাগীয় শহরে আঞ্চলিক পর্ব আয়োজনের মাধ্যমে সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করছে। সিলেট বিভাগীয় পর্বের সফল আয়োজন আয়োজকদের আশাবাদী করে তুলেছে যে এই উদ্যোগ দেশের শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক চিন্তাভাবনা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করবে।
আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের অন্যান্য বিভাগেও একইভাবে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। সকল বিভাগীয় পর্বের বিজয়ীরা জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন, যা ঢাকায় আয়োজিত হবে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা জানান, এই ধরনের প্রতিযোগিতা তাদের অর্থনীতি বিষয়ে আরও গভীরভাবে চিন্তা করতে এবং দেশের অর্থনৈতিক সমস্যাগুলো বুঝতে সাহায্য করেছে। অনেকেই ভবিষ্যতে অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড আয়োজকরা আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় অর্থনৈতিক শিক্ষার গুরুত্ব বাড়াতে এবং তরুণ প্রজন্মকে দক্ষ অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













