
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৮ বারে ১০ লাখ ৭৮ হাজার ২৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৬৫৮ বারে ৩৭ লাখ ৩৬ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৭৪০ বারে ১৩ লাখ ১৪৯২৫ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এনআরবি ব্যাংকের ৯.৬৮ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, নাহি ক্যাপিটালের ৭.৬১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.২৮ শতাংশ, পূবালী ব্যাংকের ৭.১৭ শতাংশ ও সাউথইস্ট ব্যাংকের ৬.৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস