খুলনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-০৪ ২০:৩৮:০৩


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটি। রোববার (৪ জানুয়ারি) বাদ আছর কেডিএ এভিনিউস্থ জীবন বীমা ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জীবন বীমার কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার ও খুলনা বিভাগীয় প্রধান মো: আতিয়ার রহমান।

সঞ্চালনা করেন জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটির সম্পাদক মো: আমিনুল ইসলাম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমার কর্পোরেশনের ম্যানেজার (অর্থ ও হিসাব) মো: এসকেন্দার মোল্লা, ম্যানেজার (প্রশাসন ও সংস্থাপণ) মো: মনিরুজ্জামান, জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাকিম মিয়া, যুগ্ম সম্পাদক মো: অয়েজুল হক, কোষাধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম, সদস্য সচিব এস. এম. ফয়সাল মাহমুদ প্রমুখ।

 

এসকেএস