জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ নামের এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় সদর থানার আলোচিত এসআই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার গভীর রাতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন।
জানা গেছে, সাতক্ষীরা রসুলপুর এলাকার ১৫ শতক জমি নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সাথে কুশখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে মুন্না ও আব্দুল মজিদের ছেলে মিলন হোসেনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষ মুন্না থানায় মুক্তিযোদ্ধা পারিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়।
পুলিশ শনিবার বিকালে মুক্তিযোদ্ধার ছেলে তরিকুলকে ধরে নিয়ে আসে। সন্ধ্যায় আবার ছেড়ে দেয়। রাত ১২টার দিকে সদর থানার এসআই রমজান আলির নেতৃত্বে পুলিশ এবং প্রতিপক্ষ মুন্না ও মিলন একত্রিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় এসআই রমজান বৃদ্ধ মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও তার ছেলে-স্ত্রী সন্তানদের মারধর করে আহত করে।
আহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ
এ ঘটনা বাংলাদেশ প্রতিদিনসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর রবিবার গভীর রাতে এস আই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন।