দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-০৫ ১৫:৫৩:৫০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৮০ বারে ২ লাখ ৯৯ হাজার ৩২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭০ বারে ৫৫ লাখ ৫০ হাজার ৩২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১২বারে ৯ লাখ ৫৯ হাজার ৫৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৬৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৫০ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ৫.২১ শতাংশ,সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্সের ৪.১০ শতাংশ, সমতা লেদারের ৪.০৭ শতাংশ ও আরডি ফুডের ৪.০২ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস