ভেনেজুয়েলায় দ্বিতীয়বার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-০৫ ১৫:৫৮:৪০


মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় দ্বিতীয় বারের মতো হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। রোববার (৪ জানুয়ারি) তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর, প্রশাসনের বাকি সদস্যরা যদি দেশকে ‘স্থির’ করার জন্য তার প্রচেষ্টায় সহযোগিতা না করেন, তাহলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় দ্বিতীয় সামরিক হামলা চালাতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্পের এই মন্তব্যের পর ল্যাটিন আমেরিকায় আরও মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা বেড়েছে। ধারণা করা হচ্ছে, কলম্বিয়া এবং মেক্সিকো যদি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ কমাতে না পারে তবে তাদের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেয়া হতে পারে।

‘কলম্বিয়ায় অপারেশন চালানোর আইডিয়াটা আমার কাছে ভালো লাগছে।’ ট্রাম্প বলেন। তিনি আরও বলেন, ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা, মার্কিন সামরিক পদক্ষেপ ছাড়াই মনে হচ্ছে এটি নিজেই পতনের জন্য প্রস্তুত।

এদিকে, মাদকের অভিযোগে সোমবার আদালতে হাজির হওয়ার অপেক্ষায় নিকোলাস মাদুরো যিনি নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে আটক করার পর তেল সমৃদ্ধ দক্ষিণ আমেরিকান দেশটির পরবর্তী কী হবে তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, তার প্রশাসন মাদুরো সরকারের অবশিষ্ট সদস্যদের সাথে মাদক পাচার বন্ধে এবং তেল শিল্পের সংস্কারের জন্য কাজ করবে, নতুন সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের দিকে মনোনিবেশ না করার চেয়ে।

এদিকে, মাদুরোর সরকারের শীর্ষ কর্মকর্তারা এখনও দায়িত্বে আছেন এবং মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আটককে অপহরণ বলে অভিহিত করেছেন।

এর আগে একটি অডিও রেকর্ডিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেছেন, ‘এখানে কেবল একজনই প্রেসিডেন্ট। যার নাম নিকোলাস মাদুরো মোরোস। কেউ যেন শত্রুর উস্কানির শিকার না হয়।’

শনিবার ভেনেজুয়েলায় হামলা চালানোর পর মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

এরপর ৬৩ বছর বয়সী মাদুরোর চোখ বেঁধে এবং হাতকড়া পরা ছবি দেখে হতবাক হয়ে যান ভেনেজুয়েলার নাগরিকরা। ৩৭ বছর আগে পানামা আক্রমণের পর থেকে এই অভিযানটি ছিল ল্যাটিন আমেরিকায় ওয়াশিংটনের সবচেয়ে বিতর্কিত হস্তক্ষেপ।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, মার্কিন হামলায় সৈন্য, বেসামরিক নাগরিক এবং মাদুরোর নিরাপত্তা বিভাগের বড় একটি অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এছাড়া ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স