পেশাগত দায়িত্ব পালনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ দুই সংবাদিকের ওপর হামলা ও পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত সাংবাদিকরা।
রোববার পৃথক পৃথক বিবৃতিতে রাবি রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি ও প্রেসক্লাব এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান ও সাধারণ সম্পাদক হুসাইন মিঠু বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে বিভিন্ন সময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদকর্মীরা মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। ছাত্রলীগের কর্মীদের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক এবং স্বাধীন মত প্রকাশের অন্তরায়। এর সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ক্যাম্পাসগুলোতে কর্মরত সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে পৃথক বিবৃতিতে শাবি সাংবাদিকের ওপর হামলা ও মারধরের তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবি করেন রাবি সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব ও সম্পাদক মুস্তাফিজ রনি এবং রাবি প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ ও সম্পাদক এমদাদুল হক সোহাগ।