বালু বোঝাই ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০১-০৬ ০৯:৩৬:২২

গাইুবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা গোপিনাথপুর এলাকায় দুটি বালু বোঝাই ট্রাক দুর্ঘটনায় চান মিয়া সহ দুজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার রাত সাড়ে ৭ টার দিকে। তবে অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধার পর বালু বোঝাই ট্রাক রংপুরের দিকে যাচ্ছিলো। প্রাকৃতিক কাজ সারতে ট্রাকটি থামিয়ে পাশে দাড় করিয়ে চালক ও হেলপার নেমে যায়। কিছুক্ষন পর অপর একটি বালু বোঝাই ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও হেলপার ট্রাকের মধ্যে আটকা পড়ে । ঘটনাস্থলেই ট্রাকের থাকা চান মিয়া সহ দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার হলে হয়তো নিহত দুজনের নাম পরিচয় জানা যাবে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













