ভারত সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বলে আমি দেশ বিক্রি করে গেলাম তারা অর্বাচীন অথবা তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কথা বলেন।
নয়াদিল্লি সফরের শেষ দিন সোমবার দুপুরে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। দিল্লির হোটেল তাজ প্যালেসের শাহজাহান হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বন্ধুত্বের নীতি আস্থা রেখে বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতা বলে গেছেন, কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বন্ধুত্ব করে যা সমাধান করা যায়, তা ঝগড়া করে সম্ভব নয়।
দেশে দারিদ্র্যের হার হ্রাসের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ লড়াই করতে জানে। পাঁচ কোটি মানুষ আজ দারিদ্র্যসীমা থেকে উঠে এসেছে।
ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপনারা অনেক ধনী ব্যবসায়ী। বিদেশিদের জন্য আমরা ১০০ ইপিজেড তৈরি করছি। আপনারা আসুন, আমরা আপনাদের বিনিয়োগ সফল করতে সবরকম ব্যবস্থা নেব।