টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড থেকে আর মাত্র ২৫ রান দূরে ক্রিস গেইল। আর এই ২৫ রান করতে পারলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ডের মালিক হবেন তিনি। এমনই একটি পরিসংখ্যান মাথায় রেখে নিয়ে য়াজ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’।
সোমবার একমাত্র ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে।
গেইলের প্রিয় প্রতিপক্ষ পাঞ্জাবকে। তাদের বিপক্ষে ৭৯৭ রান করেছেন, যা একটি আইপিএল টিমের বিপক্ষে কারো একক সর্বোচ্চ। পাঁচটি আইপিএল সেঞ্চুরির দু’টিই পাঞ্জাব ম্যাচে। অন্য যেকোনো টিমের তুলনায় স্ট্রাইক রেটও বেশি। ১৭৫.৫৫!