শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
কানাডায় বরফধসে ৫ দক্ষিণ কোরীয় নিহত
প্রকাশিত - এপ্রিল ১০, ২০১৭ ২:৩২ পিএম

কানাডার ভ্যাঙ্কুভারের কাছে বরফধসে দক্ষিণ কোরিয়ার পাঁচ পর্বতারোহী মারা গেছে। রবিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
শুক্রবার থেকে ভ্যাঙ্কুভারের উত্তরের আবহাওয়া পরিস্থিতি বৈরী ও অস্থিতিশীল রয়েছে। স্কুয়ামিশের রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার বিকেলে এক পর্বতারোহী মাউন্ট হারভেইয়ের শীর্ষে তুষার ধসের ঘটনা জানিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে রোববার মাউন্ট হারভেইয়ের প্রায় ৫শ’ মিটার ও ১৬শ’ মিটারের মধ্যে লাশগুলো পাওয়া যায়।
ভ্যাঙ্কুভার সান পত্রিকা জানায়, নিহতদের সকলেই অভিজ্ঞ পর্বতারোহী ও দক্ষিণ কোরিয়ার নাগরিক। এএফপি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.