ঢাকায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-০৭ ০৮:৫৯:১৬

শীতের আগমনী হিসেবে হঠাৎ কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। ছবি: সংগ্রহ
চলতি শীত মৌসুমে হিমেল হাওয়া ও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে রাজধানী ঢাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। সব মিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত।
আজ বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে।
আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












